হানিয়া হত্যায় ইসরায়েলকে দায়ী করলো ওআইসি

|

ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যায় ইসরায়েলকেই দায়ী করলো ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। বুধবার (৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় আয়োজিত সংগঠনটির জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে তেল আবিবের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়।

এতে বলা হয়, দখলদার শক্তি ইসরায়েলই ইরানে গত সপ্তাহের জঘন্য হামলার জন্য দায়ী। এই হামলাকে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলেও আখ্যা দেয় ওআইসি। মুসলিম দেশগুলোর সংগঠনের এই অভিযোগের প্রতিক্রিয়ায় এখনও কোনো জবাব দেয়নি ইসরায়েল। তবে শুরু থেকেই হানিয়াকে হত্যার দায় অস্বীকার করে আসছে দেশটি।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এই হত্যার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছে ইরানের রেভলিউশনারি গার্ড ও হামাস।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply