শেরপুরে শহর পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থার দায়িত্বে শিক্ষার্থীরা

|

শেরপুর প্রতিনিধি:

ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের নেই কোন প্রাতিষ্ঠানিক জ্ঞান। তবে কোন এক যাদুর ছোঁয়ায় তারা আমূল বদলে দিয়েছে যানজটের শহর শেরপুরকে। পাশাপাশি তারা শুরু করেছে শহরের আবর্জনা পরিষ্কারের কাজও।

শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা গেছে জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছেন সেখানকার ট্রাফিক ব্যবস্থা। সেইসাথে ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজটিও তারা হাতে তুলে নিয়েছে নিজ হাতে। তাদের সাথে যোগ দিয়েছেন সেচ্ছাসেবক থেকে শুরু করে বিভিন্ন সংগঠন।

তাদের বিরামহীন পরিশ্রম চলছে সকাল থেকে সন্ধ্যা অবধি। সাধারণ মানুষ তো বিষয়টি বেশ উপভোগ করছেন সেইসাথে মেনে চলছেন ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও।

উল্লেখ্য, শেরপুর শহরটি একসময় ময়লা আবর্জনা এবং যানজটের শহর হিসেবে পরিচিত ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের পর ছাত্ররা এইসব দায়িত্ব হাতে নেয়ার শহরটির পর থেকেই সব জায়গায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply