‘অ্যাটর্নি জেনারেল’ কোনো দলের নয়: মো. আসাদুজ্জামান

|

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘অ্যাটর্নি জেনারেল’ কোনো দলের নয়, তিনি রাষ্ট্রের আইন কর্মকর্তা। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন– বিগতরা কী করেছে, সেটা তাদের ব্যাপার। তবে এখন থেকে জনগণের অধিকার রক্ষায় কাজ করবে অ্যাটর্নি জেনারেল অফিস।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, মানুষের ভোগান্তি নিরসনে দ্রুত উচ্চ আদালত খুলে দেয়া উচিত। নতুন সরকার সিদ্ধান্ত নেবে, বিতর্কিত বিচারকদের নিয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন– একজন আইনজীবী হিসেবে মনে করি, বিএনপি ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা উচিত। তবে সেটা রাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়।

এর আগে, আজ দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। এ বিষয়ে আদেশ জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply