লালমনিরহাট করেসপনডেন্ট:
রংপুর মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিরাজ খাঁন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে মারা যান তিনি। মিরাজ লালমনিরহাটের আদিতমারী উপজেলার আব্দুস সালামের পুত্র। এসএসসি পাশের পর ঢাকার একটি গার্মেন্টসে তিনি কর্মরত ছিলেন।
জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর যাত্রাবাড়ী থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দেন তিনি। মিছিল চলাকালে হঠাৎ গুলিবিদ্ধ হন মিরাজ। এরপর তাকে উদ্ধার করে প্রথমে যাত্রবাড়ির একটি ক্লিনিক আও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে গতকাল বুধবার তার অস্ত্রোপাচার হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী বলেন, গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মিরাজের মৃত্যুর সংবাদ পেয়েছি।
/আরএইচ
Leave a reply