সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। বৃহস্পতিবার (৮ আগস্ট) এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, সড়কে ট্রাফিক পুলিশ না থাকলেও যানবাহনগুলো ট্রাফিক আইন মেনে চলছে। শিক্ষার্থীরা এটাকে সম্ভব করে দেখিয়েছে। শিক্ষার্থীদের প্রতিষ্ঠানটির পক্ষ থেকে খাবার ও ছাতা বিতরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, ট্রাফিক নিয়ন্ত্রণে খুব বেশি দক্ষ না হয়েও শিক্ষার্থীদের মানসিকতা ও প্রচেষ্টা শহরের চিত্র পাল্টে দিয়েছে। সবাই মিলে একসাথে সব করা সম্ভব।
/আরএইচ
Leave a reply