পুলিশের ১১ দফা দাবি, বাস্তবায়নে তদন্ত কমিটি

|

পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা ১১ দফা দাবি নিয়ে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় আইজিপি তাদের কথা শোনেন এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়নের আশ্বাস দেন। এছাড়া, তাদের দাবি বাস্তবায়নে ৮ সদস্যের একটি কমিটিও গঠন করে দেন তিনি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে আইজিপির দফতরে পুলিশ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ পদক্ষেপ গ্রহণ করেন।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) নাজমুল ইসলামের নেতৃত্বে আট সদস্যের পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন– কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, নৌপুলিশ অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা, ডিএমপির সহকারী কমিশনার (ফোর্স) সৌম্য শেখর পাল, সিআইডির পরিদর্শক জাহিদুল ইসলাম, সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল, সিআইডির উপপরিদর্শক জহিরুল হক ও কনস্টেবল বরকত উল্লাহ।

কমিটি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা এবং তাদের প্রস্তাবগুলো বাস্তবায়নে সুপারিশ করবে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply