অধিকার ক্ষুণ্ণ হয় এমন কর্মকান্ড প্রতিরোধ করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

|

ফাইল ছবি।

দেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে এমন কর্মকান্ড সরকার শক্তহাতে প্রতিরোধ করবে। এমন মন্তব্য করেছেন সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। শুক্রবার (৯ আগস্ট) সকালে ঝিনাইদহে নিজ গ্রাম সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সাইদ-মুগ্ধরা সে স্বপ্ন দেখেছিল তা বাস্তবায়নে এই সরকার কাজ করবে। নাগরিক অধিকারের পরিপন্থি কোনো কাজ করবে না এই সরকার। জানগণের অধিকার রক্ষায় করণীয় সবকিছুই করবে সরকার।

রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, জনগণের অধিকারকে প্রাধান্য দিয়ে সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও তথ্য প্রযুক্তি আইনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আাসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের স্থলভিষিক্ত হন তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply