ফিফার সাবেক প্রেসিডেন্ট ঈসা হায়াতু আর নেই

|

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)-র সাবেক প্রেসিডেন্ট ঈসা হায়াতু আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে ইএসপিএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে তিনি মারা যান। তিনি ২০১৫ সালে ফিফা-র নানা অনিয়ম, দুর্নীতি ও সঙ্কটের সময় অন্তর্বর্তীকালীন সভাপতি হয়েছিলেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, ‘সাবেক সিএএফ সভাপতি, প্রাক্তন ফিফার সভাপতি, অন্তর্বর্তীকালীন ফিফার ভাইস-প্রেসিডেন্ট এবং ফিফা কাউন্সিলের সদস্য ঈসা হায়াতুর মৃত্যুর কথা শুনে দুঃখিত হলাম। তিনি একজন উত্সাহী ক্রীড়া অনুরাগী ছিলেন। তিনি তার জীবন খেলাধুলায় উত্সর্গ করেছিলেন। ফিফার পক্ষ থেকে তার পরিবার, বন্ধু, প্রাক্তন সহকর্মী এবং যারা তাকে চিনতেন তাদের প্রতি সমবেদনা জানাই।’

উল্লেখ্য, হায়াতু ২০১৬ সাল পর্যন্ত মোট ১৫ বছর ধরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ছিলেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply