স্টাফ করেসপনডেন্ট, ঝিনাইদহ:
কোটা সংস্থার থেকে সরকার পতনের একদফা দাবিতে গত জুলাই জুড়ে উত্তাল ছিলো বাংলাদেশ। সেই আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণকারী শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হয়েছে ঝিনাইদহের মহেশপু্রের শাপলা চত্বরটি। শুক্রবার (৯ আগস্ট) সকালে চত্বরটিকে আবু সাঈদের নামে নামকরণ করা হয়।
স্থানীয় শিক্ষক ফিরোজ আহম্মেদ জানান, দেশের তথা মহেশপুরের মানুষ যাতে পুলিশের সামনে বুক পেতে দেয়া ও পুলিশের গুলিতে ঝাঝরা হয়ে মৃত্যুবরণকারী শহীদ আবু সাঈদকে মনে রাখে এজন্যই চত্বরটির নাম তার নামে নামকরণ করা হয়েছে।
শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, আন্দোলনে পুলিশের সামনে বুক পেতে দেয়া সেই সাহসী ছাত্র আবু সাঈদকে মনে রাখার জন্যই তাদের এ নিবেদন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।
/এমএইচআর
Leave a reply