ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে লি কার্সলিকে। নেশন্স লিগকে সামনে রেখে আপাতত কার্সলিকে এই গুরুদায়িত্ব দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।
আগামী সেপ্টেম্বরে শুরু হবে এবারের নেশন্স লিগ। আপাতত সাউথগেটের স্থলাভিষিক্ত হয়েছেন ৫০ বছর বয়সী কার্সলি। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের কোচের দায়িত্ব ছেড়ে এখন জাতীয় দলের দায়িত্ব তার কাঁধে।
১৭ বছরের ক্যারিয়ারের পর কভেন্ট্রি দিয়ে শুরু করেন কোচিং পেশা। পরে ব্রেন্টফোর্ড ও বার্মিংহ্যামেও কাজ করেন তিনি। ২০২০ সালে যোগ দেন ইংল্যান্ডের সেটআপে। এবার পেয়ে গেলেন জাতীয় দলের দায়িত্ব।
গ্যারেথ সাউথগেট দায়িত্ব ছাড়ার পর থেকে নতুন কোচের সন্ধানে আছে ইংল্যান্ড। এবারের ইউরোর ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হারের দুই দিন পরই ইংল্যান্ড কোচের পদ থেকে পদত্যাগ করেন সাউথগেট। তার কোচিংয়ে ২০২০ সালের ইউরোতেও ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। তবে আরাধ্য শিরোপা ছুঁয়ে দেখা হয়নি সাউথগেটের।
/এনকে
Leave a reply