আরও মার্কিন সহায়তা পাচ্ছে ইসরায়েলি সামরিক ইউনিট

|

ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ইসরায়েলি সামরিক ইউনিটকে সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। স্বীকার করেছে মার্কিন প্রশাসনও।

শুক্রবার (৯ আগস্ট) পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়, গাজায় অভিযানে ব্যবহারের জন্য ইসরায়েলকে আরও সাড়ে তিন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্যাকেজের একটি অংশ যাবে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর একটি ইউনিটের কাছে। নির্দিষ্ট করে নাম না বললেও এটি নেতজা ইয়েহুদা ব্যাটালিয়ন বলে মনে করছে মার্কিন গণমাধ্যম।

পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ওই ইউনিটের বিরুদ্ধে শুরুতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হলেও তেলআবিব সন্তোষজনক ব্যবস্থা নেয়ায় অবস্থান বদলেছে তারা।
ইসরায়েলকে সামরিক সহায়তায় গত এপ্রিলে ১৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্যাকেজ পাস হয় মার্কিন কংগ্রেসে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply