গাজা উপত্যাকায় কর্মরত সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার জন্য দেড় কোটি ডলার দিলো কাতার। শুক্রবার, এ সহায়তা পৌঁছানোর কথা নিশ্চিত করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
অবশ্য, স্বাধীনতাকামী সংগঠন- হামাস এই অর্থসাহায্য থেকে লাভবান হবে না বলেই জানিয়েছে মাহমুদ আব্বাস প্রশাসন। নিজ ভূখণ্ডে ফেরার আন্দোলন ‘গ্রেট মার্চ ফর রিটার্ন’ কর্মসূচিকে জোরদার করার লক্ষ্যেই সরকারি খাতে বেতন ছাটাই করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। সেই অভাব পূরণে, ৯ কোটি ডলার সহযোগিতার ঘোষণা দেয় কাতার; যা ছয় মাস যাবৎ পাঠানো হবে ফিলিস্তিনে। অবশ্য, ইসরায়েলের অনুমোদনের পরই এই সহায়তা গাজা পর্যন্ত পৌঁছাবে। চলতি বছর বিক্ষোভে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২২ জন ফিলিস্তিনি; আহতের সংখ্যা প্রায় ৩০ হাজার।
Leave a reply