পঞ্চগড় প্রতিনিধি :
হিন্দু ধর্মালম্বীদের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের ছাত্র-জনতা। শনিবার (১০আগস্ট) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
একপর্যায়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে অবস্থান নেয়। এ সময় সংখ্যালঘুদের সুরক্ষা কমিশন ও মন্ত্রণালয় গঠনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। এছাড়া, দাবি মেনে না নেয়া হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
এ সময় প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করেন তারা। এতে রাস্তার দুইপাশে শত শত যানবাহন আটকা পরে। প্রতিবাদ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের সুভাস চন্দ্র রায়, ননিগোপাল ভৌমিক, পরেশ বর্মন, দীপু রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
/ওয়াইবি/আরএইচ
Leave a reply