আনুষ্ঠানিকভাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। এরইমধ্যে কুষ্টিয়া দুই আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন দলের সভাপতি হাসানুল হক ইনু।
আজ শনিবার দ্বিতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম সকাল ১০টা থেকেই শুরু হয়। এদিকে, মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উপলক্ষে সকাল থেকেই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিড় করতে থাকেন নেতাকর্মীরা। মনোনয়ন প্রত্যাশীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে নানা শ্লোগান দিয়ে মনোনয়ন ফরম কিনতে আসছেন। মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম কেন্দ্র করে আওয়ামী লীগ কার্যালয় ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।
শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি শুরু করে দলটি। শেখ হাসিনার পক্ষে দু’টি মনোনয়নপত্র কেনেন ওবায়দুল কাদের।
এছাড়া স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর পক্ষেও একটি মনোনয়ন কেনেন আ স ম ফিরোজ। পরে ওবায়দুল কাদের তার নিজ আসনের জন্য মনোনয়নপত্র কেনেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ তারিখ ঘোষণা করেন।
মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।
Leave a reply