সারাদেশে পাঁচ শতাধিক থানা সচল হয়েছে বলে জানা গেছে। তবে চালু হলেও সীমিত পরিসরে চলছে এসব থানার কার্যক্রম।
সরেজমিন দেখা গেছে, প্রতিটি থানার নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। নিজ নিজ কর্মস্থলে এরইমধ্যে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য।
এর আগে, গতকাল শনিবার (১০ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত সারাদেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয় বলে জানায় পুলিশ হেডকোয়াটার্স। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর ১১০টি থানার মধ্যে ৮৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
পুলিশ সদর দফতর বলছে, সাধারণ ডায়েরি ও মামলা ছাড়া অন্য কোনো কার্যক্রম শুরু হয়নি। অনেক জায়গায় থানাসহ পুলিশি নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। সেগুলো দ্রুত মেরামত শেষে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, সারা দেশে ৬৩৯টি থানা রয়েছে।
/এমএইচ
Leave a reply