আদাবরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

|

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে সংঘর্ষের সময় পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আরিফ (১৫) ও সুজন (১৭)। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, গুরুতর আহত সুজন তাৎক্ষণিকভাবে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফের মৃত্যু হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

সংঘর্ষের ঘটনাটি আওয়ামী লীগের দু’পক্ষের আধিপত্যের জের ধরে ঘটেছে বলে প্রচার হলেও তা নাকচ করেছেন দলের নেতারা। ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান বলেছেন, ঘটনা কে ঘটিয়েছে তা তারা জানেন না। মাদক ব্যবসা নিয়ে হতে পারে। তবে, যারা মারা গেছে, তারা দলের সক্রিয় কর্মী।

সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নির্বাচনের সময় উত্তেজনা থাকতে পারে। তবে এ ধরনের সহিংসতা কাম্য নয়। আইনশৃংখলাবাহিনী এখন নির্বাচন কমিশনের অধীনে, তারা এ ঘটনার বিষয়ে ব্যবস্থা নেবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply