অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ইসলামী ব্যাংকে গোলাগুলি সম্পর্কে তিনি জেনেছেন। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গভর্নর নিয়োগ নিয়ে এখনই কিছু বলতে চান না তিনি। তবে পেমেন্ট সিস্টেমসহ আরও যেসব কাজ আছে সেগুলো রুল অফ বিজনেস অনুযায়ী চলবে। গভর্নর কে হবে তা সামনে দেখা যাবে।
সালেহউদ্দিন বলেন, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কোনো কাজ ফেলে না রেখে দ্রুত শেষ করার পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, রোববার (১১ আগস্ট) ঢাকার মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসলামী ব্যাংকের কর্মীরা আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
/এনকে
Leave a reply