কানাডার ফ্র্যাঞ্চাইজি আসর গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়কত্ব করেছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের শেষ দিকে দেখা গেল চরম নাটকীয়তা। শুধু সুপার ওভারের জন্য দল নামাতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে সাকিবের দল বাংলা টাইগার্সকে। নিজের বক্তব্যে অনড় ছিলেন সাকিব, এর ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ পায় ওয়াকওভার। বিদায় নিশ্চিত হয় সাকিবের দলের।
লিগ পর্বে তৃতীয় হয়ে শেষ করেছিল বাংলা টাইগার্স। আর চতুর্থ হয়েছিল টরন্টো ন্যাশনালস। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল। তবে আবহাওয়া অনকূলে না থাকায় একটি বলও মাঠে গড়ায়নি। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় পরের পর্বে বাংলা টাইগার্সের চলে যাওয়ার কথা থাকলেও সুপার ওভার খেলাতে চান ম্যাচ অফিসিয়ালরা।
ম্যাচ অফিসিয়ালদের প্রস্তাবনা অনুযায়ী সুপার ওভারে যারা জয়ী হবেন তারাই খেলবেন কোয়ালিফায়ারে। প্রতিযোগিতার নিয়ম জানিয়ে বলা হয়, ম্যাচ হওয়ার জন্য দুই দলকেই কমপক্ষে ৫ ওভার ব্যাট করতে হয়। সেটি সম্ভব না হলে বা ম্যাচ টাই হলে, সুপার ওভারে ফলাফল নির্ধারণ হবে। তবে এই প্রস্তাব মেনে নেননি বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান।
কর্তৃপক্ষের দেয়া এই নিয়ম প্রত্যাখ্যান করে সাকিব বলেন, আমার দলের সঙ্গে অন্যায় করা হচ্ছে। প্রতিযোগিতারই নিয়ম অনুযায়ী, লিগের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় আমাদেরই কোয়ালিফায়ারে যাওয়া উচিত। কারণ ম্যাচ বৃষ্টির জন্য শুরুই করা যায়নি। তাই অসম্পূর্ণ থাকার বা টাই হওয়ার প্রশ্ন উঠছে না।
উল্লেখ্য, ম্যাচ রেফারি যখন সাকিবকে বুঝিয়েও সুপার ওভারে খেলাতে রাজি করতে পারেননি তখন উপায় না দেখে টরেন্টোকে ওয়াক ওভার দিয়ে জয়ী ঘোষণা করেন। এর ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় সাকিবের বাংলা টাইগার্স।
/এমএইচআর
Leave a reply