কেন্দ্রীয় ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

|

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল্টিমেটামের পর পদত্যাগ করলেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তা। এই চার কর্মকর্তা হলেন, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশিদ আলম, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের।

এর আগে, কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষস্থানীয় এই ৪ কর্মকর্তাকে সোমবার (১২ আগস্ট) দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়। দুপুর সাড়ে ১২ দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এই আলটিমেটাম দেন সমন্বয়ক মহিউদ্দিন রনি।

তিনি অভিযোগ করেন, গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে। তার দোসররা, বাংলাদেশ ব্যাংকে দায়িত্বে থাকলে লুটপাট অব্যাহত থাকবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply