মান যাচাইয়ে রাজধানীর উত্তরায় কয়েকটি বাজারে তদারকি করেছে বিএসটিআই। এ সময় শিক্ষার্থীরাও বিএসিটিআই কর্মকর্তাদের সঙ্গে ছিলেন। সোমবার (১২ জুলাই) এই অভিযান পরিচালিত হয়।
কাঁচাবাজারসহ নিত্য পণ্যের বাজারে অভিযানকালে পন্যের গুনগত মান, ওজন, মেয়াদ সবকিছুই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এমন অভিযান বা তদারকি নিয়মিতই পরিচালনা করা হবে। আগের চেয়ে বাজারগুলো অনেক শৃঙ্খলা ফিরে এসেছে বলে জানান কর্মকর্তারা।
তারা আরও জানান, ভবিষ্যতে কোনো লোক দেখানো নয়, সত্যিকার অর্থেই বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএসটিআই।
/এএস
Leave a reply