রাশিয়ার ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি ইউক্রেনের

|

ইউক্রেনের শীর্ষ কমান্ডার দাবি করেছেন, কিয়েভের বাহিনী রাশিয়ার কুরস্কের অন্তত ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে। মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আড়াই বছর চলা যুদ্ধে এটিই ইউক্রেনের সবচেয়ে বড় আন্তঃসীমান্ত অনুপ্রবেশ। কমান্ডার আলেক্সান্ডার সিরস্কি বলেছেন, ইউক্রেনের সেনারা কুরস্ক অঞ্চলে আক্রমণাত্মক অভিযান পরিচালনা অব্যাহত রাখবে।


এদিকেম ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনের কাছে যুদ্ধ এনেছিল, কিন্তু এখন সেই যুদ্ধ রাশিয়ার কাছে ফিরিয়ে দেয়া হচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যে কুরস্ক অঞ্চল থেকে প্রায় ১ লাখ ২১ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে রুশ কর্তৃপক্ষ। পুতিনের সঙ্গে এক বৈঠকে ‘পরিস্থিতি খুব কঠিন’ উল্লেখ করে কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি স্মিরনভ জানিয়েছেন, ইউক্রেনের বাহিনী ওই অঞ্চলের ২৮টি গ্রাম এখন নিয়ন্ত্রণ করছে।

শুধু তাই নয়, ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকায় এখনো ২ হাজার রুশ নাগরিক রয়ে গেছে। এ হামলার জবাবে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘ইউক্রেন যোগ্য জবাব পাবে।’

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply