অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুক-ই-আজম

|

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক-ই-আজম। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী মুহাম্মদ ড. ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন প্রধান উপদেষ্টা এবং ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন।

পরে সোমবার শপথ নেন আরও দুই উপদেষ্টা। সবশেষ শপথ নিলেন অপারেশন জ্যাকপটে অংশ নেয়া মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার শপথ বিলম্বিত হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply