সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

|

ফাইল ছবি

সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সব মানুষের জন্য এক আইন এক সংবিধান।

এদিন দুপুরে হঠাৎ করেই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। দুপুর সোয়া বারোটায় ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা।

প্রধান উপদেষ্টা বলেন, বিভক্ত হয়ে নয় সবাই ঐক্যবদ্ধভাবে সংকটের সমাধান করতে হবে। ড. ইউনূস বলেন, আইনের অধিকার সবার সমান। ধর্ম বা জাতি দিয়ে নিজেদেরকে বিভক্ত না করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান ড. ইউনূস। বলেন, এখন বিভেদের সময় নয় দেশ গড়তে হবে। অন্তর্বর্তী সরকারকে এগিয়ে সবার কাছে সহায়তা চান প্রধান উপদেষ্টা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply