বাড়িয়ে বা কমিয়ে নয়, এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং জিডিপি’র তথ্য প্রকাশ পাবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেবে সরকার। এমন কথা বলেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে তিনি এমন প্রতিশ্রুতি দেন। এরপর বৈঠক করেন পরিকল্পনা কমিশনের সদস্যদের সাথে। এ সময় তিনি প্রকল্পের অর্থ অপচয় বন্ধের নির্দেশনা দেন। বলেন, এক বৃষ্টিতে রাস্তা ধুয়ে শেষ হয়ে যাবে এমন হলে চলবে না।
অর্থ উপদেষ্টা বলেন, কয়েকদিনের বিশৃঙ্খলা এবং সংঘাতে পণ্য আনা-নেয়া বিঘ্ন হয়। ফলে দাম বেড়ে যায়। এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে।
সালেহ উদ্দিন জানান, অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গড়মিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে সেদিকে নজর দিতে হবে। উপদেষ্টা জানান, শুধু জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের যোগান দেয়া হবে। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি। অপচয় বন্ধ করা হবে।
/এনকে
Leave a reply