মন্দিরে পদদলিত হয়ে বিহারে ৭ জনের মৃত্যু

|

ভারতের বিহারের একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। রাজ্যের জেহনাবাদ জেলায় বাবা সিদ্ধনাথ মন্দিরে ঘটে এই দুর্ঘটনা। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ। এছাড়াও সোমবারের এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। পূজা উপলক্ষ্যে রাতে মন্দিরটিতে জড়ো হয়েছিলো বহু মানুষ। অনেকে মন্দির থেকে আগেভাগে বের হওয়ার চেষ্টা করলে শুরু হয় হুড়োহুড়ি। এতে ভিড়ের মধ্যে অনেকেই মাটিতে পড়ে যান।

অভিযোগ উঠেছে, অপেশাদার স্বেচ্ছাসেবকরা ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকায় ঘটেছে হতাহতের ঘটনা। ভিড় নিয়ন্ত্রণে লাঠিপেটার অভিযোগও উঠেছে স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে।

মন্দিরে আসা একজন ভক্তের দাবি, ফুলবিক্রেতার সঙ্গে সংঘর্ষের পর স্বেচ্ছাসেবকরা লাঠিচার্জ করে। এতেই পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। সেখানে প্রশাসনের কেউ ছিল না বলে দাবি তার।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply