গ্রিসের দাবানল পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে

|

ছবি: এপি

টানা কয়েক দিনের ক্ষয়ক্ষতির পর অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে গ্রিসের দাবানল পরিস্থিতি। মঙ্গলবার (১৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোরসহ একাধিক সংবাদমাধ্যম।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে কমে আসতে থাকে আগুনের পরিধি। ফায়ার সার্ভিস কর্মীদের অব্যাহত তৎপরতার কারণে নিয়ন্ত্রণে আসে আগুন। হেলিকপ্টার থেকে ছোড়া হয় পানি ও রাসায়নিক পদার্থ। চলছে উদ্ধার ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিচ্ছন্ন করার কাজ। বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদমাধ্যমগুলো জানায়, ভয়াবহ এই দাবানলের বিরুদ্ধে লড়াই করতে ইউরোপীয় ইউনিয়নের দমকলকর্মীদের এথেন্সের কাছে পৌঁছানোর কথা রয়েছে।

সম্প্রতি, ভয়াবহ দাবানল সৃষ্টি হয় ফ্রান্স ও গ্রিসের বিস্তীর্ণ এলাকাজুড়ে। সোমবার এথেন্সের উত্তরাঞ্চলের এক শহরতলীতে দাবানল ছড়িয়ে পড়লে অন্তত একজন নিহতের খবর পাওয়া যায়। আহত ৬৬ জনকে হাসপাতালে চিকিত্সাসেবা দেয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply