১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সভায় ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে এ দিনটির সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অনুমোদিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একটি ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা।
এদিকে, ছুটি বাতিলের সিদ্ধান্ত অনুমোদন হওয়ায় দ্রুতই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
/এমএইচ
Leave a reply