যেসব সহযোদ্ধারা হাসপাতালে কাতরাচ্ছে, তাদের সহযোগিতা করুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

|

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন বলেছেন, আমাদের সহযোদ্ধারাই এই গণঅভ্যুত্থানকে সফল করেছে। এখনও আমাদের যেসব আহত সহযোদ্ধারা হাসপাতালে কাতরাচ্ছে, তাদের সহযোগিতা করুন। তারাই এই নতুন বাংলাদেশ তৈরির কারিগর।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে আহত সহযোদ্ধাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বিভিন্ন হাসপাতালগুলোতে যান। গিয়ে খোঁজ-খবর নেন, সরাসরি সহযোগিতা করুন। দেশের প্রয়োজনে এই নিবেদিত প্রাণগুলো বারবার ঝাঁপিয়ে পড়বে। তাদের সুস্থ করে তুলুন। যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব সহযোদ্ধারা রাজপথে রক্ত ঝড়িয়ে নিজের জীবন দিয়ে শহীদ হয়েছেন, তাদের রক্তের দাম আমরা কখনোই শোধ করতে পারব না। সেসব শহীদদের পরিবারদের পাশে দাঁড়ান। তাদের শোক কাটিয়ে তুলতে চেষ্টা করুন। নতুন এই বাংলাদেশ তৈরির যাত্রায় আপনাদের সবাইকে স্বাগতম।

এদিকে, সপ্তাহব্যাপী কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে ৪ দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ শুরু করেছে তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply