৭ দফা দাবিতে শহীদ মিনারের সামনে শহীদ পরিবার

|

৭ দফা দাবিতে শহীদ মিনারের সামনে জড়ো হয় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতা। আজ বুধবার (১৪) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন তারা।

শহীদ পরিবারের সদস্যরা বলেন, যারা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা এনেছে, প্রাণ দিয়েছে, তাদের শহীদের মর্যাদা দিতে হবে। যারা চিকিৎসাধীন রয়েছে, তাদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে।

৭ দফা দাবি উপস্থাপন করে গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। তারা বলেন, জাতিসংঘের অধীনে গণহত্যার তদন্ত রিপোর্ট প্রকাশ, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা গঠন করতে হবে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা আহ্বান জানান, ইন্টারপোলের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply