পপুলার হাসপাতালে ‘ভুতুড়ে’ বিলের অভিযোগ, তদন্ত শুরু

|

রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আন্দোলনকারী ১৩ রোগীর ‘ভুতুড়ে’ বিলের বিষয়ে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদফতর। আজ বুধবার (১৪ আগস্ট) ওই হাসপাতালে পরিদর্শনে যায় স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি।

আগামী সাত দিনের মধ্যে নিরপেক্ষ তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরইমধ্যে ১৩ রোগীর ‘ভুতুড়ে’ বিল মওকুফ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে, গত সোমবার (১২ আগস্ট) রাতে শিক্ষার্থীদের চাপের মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সকলের সকল চিকিৎসা খরচ (ঔষধ ব্যতীত) মওকুফ করে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, জুলাইয়ে জোয়ার ওঠা কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে পরিণত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। এতে প্রাণহানি ঘটে শত শিক্ষার্থী-জনতার। আহত হয় সহস্রাধিক। পপুলার মেডিকেল কলেজ হাসপাতালটিতে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত অবস্থায় ভর্তি আছেন অনেকেই।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply