২১ আগস্ট থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তবে তার আগেই বড় দুঃসংবাদ পেয়েছে থ্রি লায়ন্সরা। দলের অধিনায়ক বেন স্টোকস ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন সিরিজ থেকে। চলমান দ্য হানড্রেড ফ্র্যাঞ্চাইজি আসরে ব্যাট করার সময় বাঁ পায়ে চোট পান স্টোকস। এরপর তার স্ক্যানের রিপোর্ট বের হওয়ার পর নিশ্চিতই হয়ে যায় তার না খেলতে পারার শঙ্কাটি।
এক বিবৃতিতে স্টোকসের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করে ইসিবি। তার পাশাপাশি স্টোকসকে শুভ কামনাও জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, স্টোকস ছিটকে যাওয়ায় সহ-অধিনায়ক ওলি পোপ ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন। বিবৃতিতে ইসিবি বলছে, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস পুরো গ্রীষ্ম মৌসুমের জন্য ছিটকে যাওয়ায় অধিনায়কের ভূমিকায় থাকবেন পোপ।
/এমএইচআর
Leave a reply