অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হারল বিসিবি হাইপারফরম্যান্স দল। বুধবার (১৪ আগস্ট) ডারউইনে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে আকবর আলীর দল ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট দিতে থাকে বাংলাদেশ। ২৩ রান তুলতেই একে একে আউট হন তানজিদ তামিম, পারভেজ হোসেন ও আফিফ হোসেন। টানা তিন ম্যাচেই ধারাবাহিকভাবে ব্যর্থ ওপেনার তানজিদ ও অভিজ্ঞ আফিফ। পারভেজ প্রথম দুই ম্যাচে রান পেলেও এ ম্যাচে ফিরেছেন ৮ রানে।
দ্রুত ৩ উইকেট হারালেও আকবরের ৩৫ বলে ৩৬ ও শামীম হোসেনের ৩২ বলে ৪২ রানের ইনিংসে বাংলাদেশ ১৪৭ রানের পুঁজি পায়। শেষদিকে মাহফুজুর রহমান করেন ৭ বলে ১৬ রান। তবে এই রানটা ডারউইনের উইকেটে মোটেই যথেষ্ট ছিল না।
১০ চার ও ৩ ছক্কায় অ্যাডিলেড ওপেনার উইন্টার ৫৪ বলে ৮২ রান করলে হেসেখেলেই ৮ উইকেটের জয় পায় তারা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন রিপন মণ্ডল ও আবু হায়দার।
উল্লেখ্য, আগামীকাল সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বিসিবির এইচপি টিম।
/এমএইচআর
Leave a reply