আগামী ৩ অক্টোবর বাংলাদেশে পর্দা ওঠার কথা রয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের আত্মগোপনের পর দেশে এই টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা। এমন অবস্থায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
বিকল্প ভেন্যু হিসেবে ভারতকে প্রস্তাব দিয়েছে আইসিসি। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।
মূলত, বিশ্বকাপ আয়োজন করতে না চাওয়ার পেছনে দুটো যুক্তি দেখিয়েছেন তিনি। জয় শাহ বলেন, বিসিসিআইয়ের কাছে তারা প্রস্তাব দিয়েছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে। তবে আমি সরাসরি না করে দিয়েছি। কারণ, ভারতে তখনও বর্ষা মৌসুম চলমান থাকবে। এছাড়া পরের বছর আমরা নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। তাই আমি এই মনোভাব প্রকাশ করতে চাই না যে, আমরা পরপর দুটো বিশ্বকাপের আয়োজক হতে চাই। তাই এই মুহূর্তে ভারতে এই আসর আয়োজন করাটা সম্ভব না।
রাজনৈতিক অবস্থা ও আইসিসির এমন প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন অনেকটাই হুমকির মুখে। অপরদিকে, বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন না হলে আইসিসির প্রাথমিক বিবেচনায় বিকল্প হিসেবে ভেবে রেখেছিল ছিল শ্রীলঙ্কা, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতকে। এক্ষেত্রে ভারত প্রস্তাব ফিরিয়ে দেয়ায় আইসিসির হাতে এখন বিকল্প দুটি দেশ।
তবে যে আবহাওয়াজনিত কারণে ভারত টুর্নামেন্ট আয়োজন করতে অপরাগতা প্রকাশ করেছে সেই একই অবস্থা শ্রীলঙ্কারও। সেখানেও অক্টোবরে থাকবে একেবারে ঘোর বর্ষা।
/এমএইচআর
Leave a reply