সাতক্ষীরা প্রতিনিধি:
ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের শূণ্য রেখায় মিষ্টি বিতরণ করেছে ভারতীয় পুলিশ, বিএসএফ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ভোমরা ইমিগ্রেশনের শূন্যরেখায় এ মিষ্টি বিতরণ করা হয়।
মিষ্টি উপহার শেষে বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ইমিগ্রেশন পুলিশকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান তারা।
এ সময় ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের আহবায়ক হাবিবুবর রহমান হাবিব, সদস্য অহিদুল ইসলাম, ভোমরা ইমিগ্রেশন পুলিশের এসআই বিশ্বজিত কুমার, জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, ভারতের ঘোজাডাঙ্গা সি অ্যান্ড এফ এমপ্লয় এজেন্ট কারগো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অচিত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সন্দীপ কুমর ঘোষ, কাস্টমস, ইমিগ্রেশন, বিএসএফ কর্মকর্তা শুভেচ্ছা এবং মিষ্টি বিতরণে অংশ নেন।
সীমান্তের সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে ব্যবসা-বাণিজ্য বজায় রাখতে উভয় দেশের কাস্টমস, বন্দর কতৃপক্ষ, ইমিগ্রেশন, বিজিবি, বিএসএফকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের এসআই বিশ্বজিত কুমার জানান, ভারতের আজ স্বাধীনতা দিবস। শূন্যরেখায় আমাদের ডেকে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা জানিয়েছেন তারা। আমরাও তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি।
/এটিএম
Leave a reply