Site icon Jamuna Television

নাটোরে ট্রেনের ধাক্কায় শিক্ষক নিহত

ছবি: সংগৃহীত

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে ঢাকাগামী মেইল ট্রেনের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বৃষ্টপুর এলাকায় এঘটনা ঘটে।

নিহত শরিফুল উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত সাদের আলীর ছেলে। তিনি লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন । ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ধারণ করা হচ্ছে দুপুরে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এমএইচআর

Exit mobile version