যুক্তরাষ্ট্রের কোচ হচ্ছেন পচেত্তিনো

|

ছবি: সংগৃহীত

হতাশাজনক চেলসি অধ্যায় শেষের পর থেকেই ছিলেন বেকার। অবশেষে বিরতি কাটিয়ে কোচিংয়ে ফিরতে যাচ্ছেন মাওরিসিও পচেত্তিনো। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ছেলেদের জাতীয় দলের কোচ হচ্ছেন এই আর্জেন্টাইন। এই সপ্তাহেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

পচেত্তিনোর কোচিং ক্যারিয়ার ১৫ বছরের। তবে এক যুগের বেশি সময় কোচিং করালেও কখনো জাতীয় দল সামলাননি। দুই বছর পর ফিফা বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ৪৮ দলের এই বিশ্বকাপে ফাইনালসহ সবচেয়ে বেশি ৭৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রেই।

৫২ বছর বয়সী পচেত্তিনো সর্বশেষ ছিলেন চেলসিতে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় দলটি গ্রুপ পর্ব থেকে বাদ পড়লে চাকরি যায় গ্রেগ বারহাল্টারের। এরপর থেকেই একজন বড় নামের কোচ খুঁজছিল যুক্তরাষ্ট্র। আর্জেন্টাইন এই কোচ ২০০৯ সালে তার খেলোয়াড়ি জীবনের দল এসপানিওলের কোচ হন।

এরপর কাজ করেছেন সাউদাম্পটন, টটেনহ্যাম, পিএসজি ও চেলসিতে। এরমধ্যে সবচেয়ে বেশি পাঁচ বছর কাটিয়েছেন টটেনহ্যামে, যে দলটি তার অধীনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলে। যুক্তরাষ্ট্রে পচেত্তিনোর অভিযান শুরু হতে পারে ৭ সেপ্টেম্বর কানাডার সঙ্গে প্রীতি ম্যাচ দিয়ে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply