জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করলে দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাত পৌনে একটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিকমাধ্যমে সেনাসদস্য কর্তৃক কতিপয় ব্যক্তির সঙ্গে অশোভন আচরণের কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না।
আইএসপিআর আরও জানিয়েছে, ইতোমধ্যে দোষী সেনাসদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তথ্য-উপাত্ত বিশ্লেষণে দোষী প্রমাণিত হলে সেনাসদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a reply