সামরিক, নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তুরস্ক ও ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) আঙ্কারায় উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। খবর ব্যারনের।
ইরাকের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযান নিয়ে দুদেশের সম্পর্কে বেশ দূরত্ব রয়েছে। বরাবরই এরদোগান সরকারের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাগদাদ। আঙ্কারার সাফাই, আত্মরক্ষার জন্য চালানো হয় এসব অভিযান। যদিও গত বছর তুর্কি প্রেসিডেন্টের বাগদাদ সফরের পর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। তারই ধারাবাহিকতায় পারস্পারিক নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করার চুক্তি করলো তারা।
বৈঠকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হাসানসহ তুরস্ক-ইরাক দুই দেশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
/এএম
Leave a reply