নতুন করে শুরু গাজায় যুদ্ধবিরতি আলোচনা

|

নতুন করে শুরু হয়েছে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) কাতারের রাজধানী দোহায় আরেক দফা আলোচনা শুরু হয়েছে। আলোচনা হওয়ার কথা ইসরায়েল-হামাসের মধ্যে বন্দিবিনিময় নিয়েও।

যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় স্বাগতিক কাতার ছাড়াও অংশ নিয়েছে মিসর, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া চারটি গুরুত্বপূর্ণ শর্তের কারণে এ আলোচনা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

দোহার এই আলোচনায় যোগ দেয়নি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কোনো প্রতিনিধি। ইসরায়েলের পক্ষে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার এবং আইডিএফের প্রতিনিধি নিতজান অ্যালন অংশ নিয়েছেন আলোচনায়।

এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই’র ডিরেক্টর বিল বার্ন্স, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি ব্রেট ম্যাকগার্কও এতে অংশ নিয়েছেন। হোয়াইট হাউজ জানিয়েছে, এই ইস্যুতে হামাসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে কাতার ও মিসর।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply