থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পেতংতার্ন

|

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। শুক্রবার (১৬ আগস্ট) ভোটাভুটিতে দেশটির আইনপ্রণেতারা তাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন। খবর বিবিসি।

পেতংতার্ন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। ৩৭ বছর বয়সী পেতংতার্ন হবেন থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ও দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

দেশটির পার্লামেন্টে এদিন পেতংতার্নের পক্ষে ভোট পড়ে ৩১৯টি। আর বিপক্ষে ১৪৫টি ভোট পড়ে। দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে দেশটির সাংবিধানিক আদালত বরখাস্ত করার মাত্র দুইদিন পর এই নির্বাচন হলো।

পেতংতার্ন বলেন, আমি থাই জনগণকে আত্মবিশ্বাসী করতে পারব। জনগণের জীবনমান উন্নয়ন, ক্ষমতায়ন ও সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করব।

প্রসঙ্গত, গত দুই দশকে সিনাওয়াত্রা পরিবার থেকে প্রধানমন্ত্রী হতে যাওয়া চতুর্থ ব্যক্তি পেতংতার্ন। তার বাবা থাকসিন ও খালা ইংলাকসহ অপর তিনজন সামরিক অভ্যুত্থান কিংবা সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতা হারান।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply