একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিয়েছেন এডভোকেট সালমা ইসলাম। আজ রোববার দুপুরে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হলে চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন এডভোকেট সালমা ইসলাম।
অনুষ্ঠানে এরশাদ বলেন, নির্বাচনী যাত্রা শুরু হলো। জয়ের মাধ্যমেই তা শেষ হবে। সকলের সহযোগিতা চাই।
এসময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি সহ পার্টির শীর্ষ নেতারা।
রোববার সকাল থেকেই তৃণমূল নেতারা নির্বাচনী প্রতীক লাঙল এবং ব্যানার ও ফেস্টুন নিয়ে গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনে হাজির হয়ে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি করেছেন। বিভিন্ন এলাকা থেকে প্রার্থীরা সমর্থকদের নিয়ে শোডাউন করে ইমানুয়েলস মিলনায়তনে আসছেন।
আগামীকাল ১২ ও পরদিন ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। ১৪ নভেম্বর জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ করবেন হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দলের পার্লামেন্টারি বোর্ড।
Leave a reply