পর্যটকদের পদচারনায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কক্সবাজার সৈকত

|

পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাথে সাথে কক্সবাজারে বাড়ছে পর্যটকের সংখ্যা। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে সৈকতে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটেছে। এতে ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে কক্সবাজার সমুদ্র সৈকত। বাড়ছে পর্যটকের আনাগোনা।

সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্র সৈকতে ছিলো হাজারো পর্যটকের সমাগম। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও উল্লাসে মেতেছেন তারা। কেউ সাগর পাড়ে বসে ঢেউ উপভোগ করছেন কেউবা খেলছেন বালিয়াড়ি নিয়ে। সমুদ্রের পানিতে জলকেলিও চলে অবিরাম।

এক পর্যটক বলেন, অনেক উপভোগ করছি। এই আবহাওয়ায় সাগর পাড়ে আসার মজাই আলাদা। যারা উপভোগ না করবে তারা বুঝতে পারবে না আবহাওয়াটা কেমন।

আরেকজন বলেন, একবছর পর আসছি। একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল। বন্ধু-বান্ধবদের সাথে এসে সাগরের গর্জন খুবই উপভোগ করছি।

পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে এসে সময়টা বেশ ভালোই কাটছে পর্যটকদের। পর্যটন স্পটগুলো দ্রুত স্বাভাবিক হোক এমনটাই চাওয়া তাদের।

এদিকে বৈরি আবহাওয়ার কারণে চলছে তিন নম্বর সতর্ক সংকেত। এমন পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা দিতে সতর্ক অবস্থানে রয়েছে লাইফ গার্ড সদস্যরা।

সিনিয়র লাইফ গার্ড আদরাম ত্রিপুরা বলেন, আমরা পর্যটকদের নিরাপত্তায় কাজ করছি। তারা যাতে নিরাপদে এসে আবার নিরাপদে ফিরে যেতে পারে সেটি নিশ্চিত করতে দিনরাত কাজ করছি আমরা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply