সাইবেরিয়ান অঞ্চলে রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ১

|

রাশিয়ান কৌশলগত বোমারু বিমান ইরকুটস্কের সাইবেরিয়ান অঞ্চলে একটি নিয়মিত ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। এতে একজন ক্রু সদস্য নিহত হয়। শুক্রবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার, যান্ত্রিক ত্রুটির কারণে সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলে বিধ্বস্ত হয় টুপোলভ বোমারু বিমানটি।

বিমান বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে কর্তৃপক্ষ। রাশিয়ার বেলায়া বিমানঘাঁটি থেকে যাত্রা শুরু করে বিমানটি। যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর বিমানটিতে বিভিন্ন ধরণের বোমা এবং ক্ষেপণাস্ত্র বহন করা যায়। এতে রয়েছে ২৩ মিলিমিটির কামানও।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘টু-২২এম-৩’ বোমারু বিমানটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply