পাকিস্তানে এমপক্স সংক্রমণ শনাক্ত

|

পাকিস্তানে মারাত্মক মাঙ্কিপক্স বা এমপক্স ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে এমপক্সের প্রথম রোগী শনাক্ত নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতি দেন। এতে বলা হয়, ভাইরাসটির স্ট্রেইন বা প্রজাতি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আক্রান্ত ব্যক্তি উপসাগরীয় দেশ থেকে এসেছেন।

পরিস্থিতি মোকাবেলায় স্থলবন্দর ও বিমানবন্দরে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। বন্দরগুলোয় আরোপ করতে বলা হয়েছে কঠোর নজরদারি।

কারও শরীরে এমপক্সের লক্ষণ দেখা গেলে, দেয়া হয়েছে নমুনা সংগ্রহের নির্দেশনা। এছাড়া, পেশওয়ারের একটি হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড।

উত্তর খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বাস্থ্য বিভাগ আগের বিবৃতি প্রত্যাহার করে শুক্রবার বলেছে, এই এলাকায় একজন এমপক্স রোগী নিশ্চিত করা হয়েছে। আগের বিবৃতিতে বলা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত থেকে আসার পরে সেখানে তিনজন এমপক্স রোগী শনাক্ত হয়েছিল। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply