ফরাসি এয়ার শোতে দর্শকদের সামনে সমুদ্রে বিধ্বস্ত বিমান

|

ফ্রান্সে এয়ার শোতে অংশ নিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। দুর্ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ার শো পাইলট নিহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, দেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকা ল্যাভুঁতে হয় এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায়, এয়ার শো চলাকালে, হঠাৎ ভূমধ্যসাগরে পড়ে যায় ‘ফুগে ম্যাজিস্তে’ জেটটি।

এরইমধ্যে, উদ্ধার করা হয়েছে পাইলটের মরদেহ। ১৯৪৪ সালে, প্রোভেন্স ল্যান্ডিংয়ের ৮০তম বার্ষিকী স্মরণে প্যাট্রৌলি ডি ফ্রান্স এয়ার শোতে বিমান উড্ডয়ন করছিলেন সেই পাইলট। তার নাম-পরিচয় এখন-ও শনাক্ত করা যায়নি।

এদিকে, জানা যায়নি দুর্ঘটনার প্রকৃত কারণ। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। সাধারণত, প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় দুই আসনের এই বিমানটি।

ইতোমধ্যে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও। দেখা যায়, বিমানটি দক্ষিণ-পূর্ব ফ্রান্সের সেন্ট ট্রোপেজের কাছে লে ল্যাভানডু উপকূলে স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply