মাঙ্কিপক্স শনাক্তে বিদেশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করবে চীন

|

মাঙ্কিপক্স শনাক্তে বিদেশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কথা জানিয়েছে চীন। আগামী ছয় মাস দেশটিতে আসা বিদেশি যাত্রী এবং মালামাল পরীক্ষা করবে তারা। খবর রয়টার্সের

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটির ব্যাপারে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার মাত্র দুই দিন পর চীন এই ব্যবস্থা নিয়েছে।

চীনের কাস্টমস প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, যেসব দেশে ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে সেখান থেকে আসা ভ্রমণকারীদের দেশে প্রবেশকালে কাস্টমসের কাছে এমপক্সের সংস্পর্শে এসেছেন বা তাদের কোনো উপসর্গ আছে কি না তার ঘোষণা দিতে হবে।

বিবৃতিতে বলা হয়, যানবাহন, কনটেইনার এবং সংক্রমিত অঞ্চল থেকে আসা আইটেম দেশে প্রবেশের আগে স্যানিটাইজড করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আফ্রিকার বাইরে আরও একটি দেশ সুইডেনে প্রথম মাঙ্কিপক্স শনাক্তের ঘোষণা দিয়েছে।

১৯৭০ সালে মানুষের মধ্যে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত হয়। এটি উপসর্গ হিসেবে জ্বর, পেশীতে ব্যথা এবং বড় ফোঁড়ার মতো ত্বকে ক্ষত সৃষ্টি করে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply