শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি কর্নেল অলির

|

ফাইল ছবি।

শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। সেই সাথে আওয়ামী লীগের স্বৈরাচারী আইন বাতিল এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনারও দাবি জানান তিনি।

শনিবার (১৭ আগস্ট) সকালে মগবাজারে এলডিপির এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় অলি আহমদ বলেন, শেখ হাসিনা এবং তার মন্ত্রী-এমপিসহ গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।

দুদক, পিএসসি, ইসিসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত করার দাবি জানিয়ে বলেন, র‍্যাব ও পুলিশের মতো আইনশৃৃঙ্খলা বাহিনীগুলোর কাজের সীমা ঠিক করে দিতে হবে। সেই সাথে যেসব কর্মকর্তা পদত্যাগ করেছে বা অবসরে গিয়েছেন, তাদের দুর্নীতির বিরুদ্ধে খোঁজ নেয়ারও তাগিদ দেন কর্নেল (অব.) অলি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply