আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। আজ থেকে এর কাউন্ট ডাউন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
আজ শনিবার (১৭ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
ডা. আহমেদুল কবীর বলেন, আহতদের যারা এখনও হাসপাতালে ভর্তি আছে তারা প্রত্যেকেই মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। আন্দোলনে আহতদের কাছ থেকে বিল না রাখার জন্য সব হাসপাতালের পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। হাসপাতালে কোনও মধ্যসত্ত্বভোগী থাকবে না। সরকারি হাসপাতালের বাইরে রোগীকে কোন পরীক্ষা বা ওষুধ কিনতে হবে না।
এ সময় সমন্বয়করা বলেন, আন্দোলনকারীদের যাবতীয় চিকিৎসা খরচ সরকারি-বেসরকারি হাসপাতালগুলোকে বহন করতে হবে। হাসপাতালের ভেতরের নিরাপত্তা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেসরকারি হাসপাতালগুলো আহতদের থেকে লাখ লাখ টাকা বিল নিয়েছে। সেই টাকাও ফেরত দিতে হবে।
/আরএইচ
Leave a reply