‘যমুনা’র সামনে ‘তথ্য আপা’ প্রকল্পের সড়ক আটকে মানববন্ধন

|

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ‘যমুনা’র সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের জন্য জড়ো হয়েছেন ‘তথ্য আপা’ প্রকল্পের নারীরা। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রোববার (১৮ আগস্ট) সকাল থেকে কর্মসূচি পালন করছেন তারা।

এ সময় বক্তারা বলেন, এই টাকা দিয়েই প্রকল্পের অনেকের সংসার চলে। প্রকল্পটি বন্ধ হয়ে গেলে পথে বসতে হবে তাদের।

‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা জানান, ২০১১ সালে পাইলট প্রজেক্ট হিসেবে ছিলো এই প্রকল্প। এরপর দফায় দফায় এর মেয়াদ বাড়ালেও স্থায়ীকরণ করা হয়নি। গত বছর সরকার মূল বেতনের সাথে ৫ শতাংশ প্রণোদণার ব্যবস্থা করলেও সেটিও মেলেনি তাদের। তাই এক দফা দাবিতে ‘তথ্য আপা’ কর্মীদের এই অবস্থান কর্মসূচি।

এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেও সড়ক ছাড়েননি অবরোধকারীরা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply