প্রথমবারের মতো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-মিশন প্রধানদের সাথে বসছেন ড. ইউনূস

|

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত বিভিন্ন মিশনের কূটনীতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৮ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক উপলক্ষ্যে উপস্থিত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা।

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রথমবার কূটনীতিকদের সামনে আসছেন প্রধান উপদেষ্টা। ব্রিফিং শেষে হোটেলের ক্রিস্টাল বলরুমে গণমাধ্যমকে ব্রিফ করবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার দেশত্যাগের পর নতুনভাবে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশ পুনর্গঠনে, বিভিন্ন মহলের সাথে দফায়-দফায় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন- পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply